Hanuman Chalisa Lyrics in Bengali
![]() |
Hanuman Chalisa Lyrics in Bengali |
শ্রী হনুমান চালিশা লিরিক্স ইংরাজীতে। এই ভক্তিমূলক হনুমান ভজন সংগীত গেয়েছেন লতা মঙ্গেশকর। এটি ditionতিহ্যগতভাবে আধি ভাষায় 16 শতকের কবি তুলসীদাস দ্বারা রচিত হয়েছে বলে বিশ্বাস করা হয়, এবং এটি রামচরিতমানাস ব্যতীত তাঁর সেরা পরিচিত পাঠ্য।
Śrī hanumāna cāliśā liriksa inrājītē. Ē'i bhaktimūlaka hanumāna bhajana saṅgīta gēẏēchēna latā maṅgēśakara. Ēṭi ditiontihyagatabhābē ādhi bhāṣāẏa 16 śatakēra kabi tulasīdāsa dbārā racita haẏēchē balē biśbāsa karā haẏa, ēbaṁ ēṭi rāmacaritamānāsa byatīta tām̐ra
Hanuman Chalisa Mantra Lyrics :
হনুমান চালিশা মন্ত্র গীত:
দোহা
শি হনুমতে নামহা
শ্রী গুরু চরণ সরুজা-রাজ
নিজা মনু মুকুরা সুধারী
বরানৌ রঘুভরা বিমলা যশ
জো দয়াকা ফালা চারি
বুধে-হেন থানু জান্নিকায়
সুমিরো পাভানা কুমারা
বালা-বুধে বিদ্যা দেহু মোহে
হারাহু কালেশা ভিকার
Chopai
জয় হনুমান জ্ঞান বন্দুক সাগর
জয় কাপিস তিহুন লোক উজাগর
রাম দূত অতুলিত বাল ধাম
অঞ্জনি-পুত্র পাভান সুত নাম
মহাবীর বিক্রম বজরঙ্গী
কুমতি নিবার সুমতি কে সাঙ্গি
কাঞ্চন বরণ বিরাজ সুবেসা
কানন কুণ্ডল কুঁচিত কেশা
হাত বজর অর ধুভজে বিরজ
কান্ধে চাঁদ জানেহু সাজাই
শঙ্কর সুবন কেশরী নন্দন
তেজ প্রতাপ মহা জগ বান্দন
বিদ্বান গুনি আতি চতুর
রাম কাজ করিবে কো আতুর
প্রবু চরিত্র সুনিবে-কো রসিয়া
রাম লক্ষণ সীতার মানুষ বসিয়া
সুক্ষ্মা রূপ ধরি সিয়াহি দিখভা
ভিকত রূপ ধরি লঙ্ক জরভা
ভীম রূপ ধরি অসুর সংঘরে
রামচন্দ্র কে কাজ সানভারে
লৈ সঞ্জীবন লখন জিয়ায়ে
শ্রী রঘুবীর হারাশি উর লয়
রঘুপতি কিনহি বহুত বদাই
তুম ম্যাম প্রিয়া ভরত-হি-সাম ভাই
সহস বদন তুমহারো যশ গাভে
আস-কহি শ্রপতিপতি কাঁথ লাগাভে
সঙ্কধিক ব্রহ্মাদী মুনিসা
নারদ-সরদ সহিত আহিসা
ইয়াম কুবের দিগপাল জাহান তে
কবি কোবিদ কহি খাওয়ার কাহে তে
তুম উপকার সুগ্রাহহীন কেহনা
রাম মিলায় রাজপদ দীনহা
তুমহারো মন্ত্র বিভীষণ মন
লঙ্কেশ্বর ভাই সব জাগ জান
যু সহাস্ত্র জোজন পর ভানু
লিলিও তাহি মধুর ফাল জানু
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি
জল Jala়ি লঙি গৈ আছরাজ নাহি
দুর্গাম কাজ জগথ কে জেতে
সুগম অনুগ্রহ তুমহ্রে তেতে
রাম দ্বারে তুম রাখভরে
হোয়াট না আগ্যা বিনু পয়সারে
সাব সুখ লাহে তুমহারি সর না
তুম রক্ষক কহু কো দর না
আপন তেজ সমাহারো আপনই
তিহোঁ লোকে হংক তে কানপাই
ভূত পিসাচ নিকত নাহি আভাই
মহাবীর জব নাম সুনাভায়ে
ন্যাস রোগ হরে সব পেরা
জপত নিরন্তর হনুমন্ত বীর
সংকেত সে হনুমান চুদাব
মন করম বাচন দান জো লাভাই
সব পার রাম তপস্বী রাজা
তিন কে কাজ সাকল তুম সাজা
অর মনোরথ জো কোই লাভাই
সোহি আমিত জীবন ফাল পাভাই
চারন যুগে পার্ট তুমহার
হাই পারসিদ্ধ জগত উজিয়ারা
সাধু সন্তে তুমি রখওয়ারে
অসুর নিকন্দন রাম দুলহরে
অষ্ট-সিদ্ধি নাভ নিধি কে hatতা
আস-ভার দীন জাঙ্কি মাতা
রাম রসায়ন তুমহারে পাসা
সদা রাহো রঘুপতি কে দাস
তুমহরে ভজন রাম কো পাভাই
জনম-জনমে কে দুখ বিসরাভই
অন্ত-কাল রঘুভীর পুর জয়ী
জাহান জনম হরি-বখত কাহিয়ে
অর দেবতা চিত না ধারেহি
হনুমানথ সে হি সারভে সুখ করিহি
সংকেত কেটে-মাইট সব পীরা
জো সুমিরই হনুমত বলবিরা
জয় জয় জয় হনুমান গোসাহীন
কৃপা করহু গুরুদেব কী নিয়হীন
জো সট বার পাথ করে কোহি
চুটেহি বান্ধি মহা সুখ হোহি
জো ইয়া পধে হনুমান চালিশা
হোয়ে সিদ্ধি সখি গৌরীসা
তুলসীদাস সদা হরি চেরা
কেজাই নাথ হৃদয় মেহে ডেরা
দোহা
পবন তনয় সংহত হরণ
মঙ্গললা মুরতী রূপ
রাম লক্ষণ সীতা সাহিতা
হৃদয় বাসাহু সুর ভূপ